২১ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
বিভিন্ন আয়োজনে তেঁতুলিয়ায় যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৩ তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসটির সুচনা। ভোর ৬টা ৪৮ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জাগপা ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তেঁতুলিয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী মানুষ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যান্য বছরের মতো এবার পালন না হয়ে ভিন্ন আঙ্গিকে পালিত হয়েছে মহান বিজয় দিবস। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপি বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা। শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীরমুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও সুবিধাজনক সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন, হাসপাতাল, জেলখানা, শিশু, পরিবারসহ ছিন্নমূল মানুষের মাঝে খাবার পরিবেশন ও মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।