২১ নভেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চাকরির সুযোগ পেয়েছেন ৬৮ জন। নতুন পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বরিশাল জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন। জানা যায়, ৪ ডিসেম্বর বুধবার বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে এ কার্যক্রমে প্রথমে শারীরিক সহনশীল টেস্ট (পিইটি), পুরুষ ১৬০০ মিটার এবং নারীদের ১০০০ মিটার দৌড় প্রতিযোগিতা, দ্বিতীয় ইভেন্ট ড্রাগিং, তৃতীয় ইভেন্ট রোপ ক্লাইম্বিং প্রক্রিয়া এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হন সেসব প্রার্থীদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। এতে মেধায় ৬৪ এবং মুক্তিযোদ্ধা কোটায় ৪ জনসহ মোট ৬৮ জন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এছাড়া ৭ জনকে অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে।চূড়ান্ত ফলাফল শেষে ৬৮ জনকে ও তাদের পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন নিয়োগ বোর্ডের সভাপতি বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন। বরিশালে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কনস্টেবল নিয়োগ হয়েছে দাবি করে তিনি দ্য নিউজকে বলেন, ‘আমরা পুলিশকে একটি অন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করছি। আমি বরিশালে দায়িত্ব পাওয়ার পর উপযুক্ত ওসিদের থানায় যুক্ত করেছি। ওসি, এসআই, কনস্টেবল সবক্ষেত্রে যোগ্যদের স্থান দিয়েছি। যেটি শুধুমাত্র সম্ভব হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি স্যারের জন্য। তারই অংশ হিসেবে পুলিশ কনস্টেবল নিয়োগ একটি প্রক্রিয়া মাত্র। জনগণের পুলিশ করতে যা যা করতে হবে সেগুলোই করছি আমি। এটা বড় কোনো বিষয় নয়, শুধুমাত্র আমাদের পরিকল্পনার একটি অংশ মাত্র। তিনি আরও বলেন, ‘আমার এলাকায় পুলিশ হবে জনগণের কল্যাণের। যেখানে পুলিশি নিপীড়ন থাকবে না। জনমঙ্গলজনক কাজই করবে পুলিশ। এখন যে গণহারে মামলা হচ্ছে যেখানেও আমরা কাজ করছি। অভিযোগ থাকলে মামলা হবে কিন্তু মিথ্যা বা বানোয়াট মামলায় হয়রানি করা যাবে না। পুলিশ আসামি ও বাদী উভয়ের জন্য কাজ করবে। আমরা সে কাজগুলো করার চেষ্টা করছি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হোসেনসহ বরগুনা ও বরিশাল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।