২১ নভেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো:নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি : সারাদেশের ন্যায় বানারীপাড়া পৌরবাসী কিশোর গ্যাংদের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে। বানারীপাড়া পৌরসভার বিভিন্ন স্পটে তাদেরকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র সহ মহড়া দিতে দেখা যায়। এর মধ্যে রায়েরহাট ব্রিজের ঢাল, বানারীপাড়া কলেজ মোড়, বানারীপাড়া বাস স্ট্যান্ড, বানারী পারা বিদ্যুৎ অফিসের পাশে নতুন রাস্তা, বানরীপাড়া ডাকবাংলা চত্বর ও তার ভিতরে বানারীপাড়া গার্লস স্কুলের পিছনে জয়দেব ডাক্তারের পুরাতন ভবন এবং বানরী পাড়া হাইস্কুলের পুরাতন হলুদ ভবন সন্ধ্যার পর বানারীপাড়া ভূমি অফিসের পুরাতন ভবনের সামনে এবং দিনের বেলায় ও রাতের বেলায় বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন রাস্তায় এদের উৎপাত চোখে পড়ার মতো থাকে। এরা উঠতি বয়সী ১৪ থেকে ১৮ বছর বছরের কিশোর এরা এমন ভাবে চলাফেরা করে এরা দেশের কোন প্রচলিত আইন কানুন নিয়ম কোনটাই মানে না এরা সকল কিছুর উর্ধ্বে প্রকৃত যারা সামাজিক মানুষ এদের ভয়ে এবং আতঙ্কে মুখ খুলে না তারা তাদের জীবন নিয়ে কোন ভাবে কোনঠাসা হয়ে পড়ে আছেন । নাম প্রকাশে এক অনিচ্ছুক ব্যক্তি বলেন আমার কাছে মনে হয় এরা কোন পারিবারিক শিক্ষায় গড়ে ওঠেনি এদের পরিবার এদের কোন খোঁজ খবর রাখে না না হলে সারাদিন ও রাতের বেলায় এরা কিভাবে রাস্তায় আড্ডা দেয় এবং প্রতিনিয়ত মারধোর গ্রুপিং গালিগালাজ করে এদের ইভটিজিং এর ভয়ে আমরা ঠিকমতো স্কুল কলেজে মেয়েদের পাঠাতে পারছিনা সব সময় আতঙ্কের ভিতরে থাকি আমি সচেতন মহলের পক্ষ থেকে একটি কথা বলতে চাই এরকম চলতে থাকলে আমাদের সন্তানেরা অনিশ্চিত জীবনের দিকে ধাবিত হচ্ছে। অতি শীঘ্রই এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়ে আমাদের পরিবেশটাকে সুন্দর করা উচিত এবং এদের পরিবারকে ডেকে তাদেরকেও বুঝানো উচিত যে আপনার সন্তান কোন পথে দাবিতো হচ্ছে । এদিকে বানারীপাড়া সুশীল সমাজ প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন জরুরী ভিত্তিতে কিশোর গ্যাংদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদের সঠিকভাবে পথ চলাচলের সহযোগিতা করার।