২১ নভেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯ টায় আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের আঠারোখাদা গ্রামের মৃত আইজাল হকের ছোট ছেলে সাইফুল ইসলাম(৫০) আলমসাধু চালিয়ে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের অদূরে পৌঁছালে অপরপ্রান্ত থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় সে আলমসাধু নিয়ন্ত্রণ করতে না পেরে ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে যান ও ঘটনাস্থলেই মারা যান। বেচে আছে ভেবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।