২১ নভেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের ২য় অধিবেশন কাউন্সিলে ৩টি পদে প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়েছে। শনিবার রাতে ৮০৮ কাউন্সিলরের ভোটে সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ শরীফুজ্জামান শরীফ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা রহমান ওরফে মিলি বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন নির্বাচিত হয়েছেন। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান।উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল।এতে সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় বিএনপির জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।