২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনায় শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ উদ্ধর্তন কর্মকর্তাদের কেরুজ পরীক্ষামূলক খামার ও আখ রোপন পদ্ধতি প্রদর্শন করেছে।
শুক্রবার সকালে দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির পরীক্ষামূলক খামার ও আখ রোপন পদ্ধতি প্রদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং পরিচালক(ইক্ষু উন্নয়ন ও গবেষণা) এ,টি,এম কামরুল ইসলাম।এসময় তার সঙ্গে ছিলেন কেরুজ ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান এফসিএমএ।প্রথমে কেরু এ্যান্ড কোম্পানীর আকন্দবাড়ীয়া পরীক্ষামূলক খামার প্রদর্শন করেন। পরে কেরুজ মিলসগেট পূর্ব সাবজোনের ২নং ইউনিটের চাষি কেরুজ শ্রমিক নেতা তৈয়ব আলীর আখক্ষেতে সরাসরি আখরোপন এবং বেগমপুর কৃষি খামারে রোপা পদ্ধতিতে আখরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ও মো.তৈয়ব আলীর প্রদর্শনী আখক্ষেত পরিদর্শন করেন।