২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনার আলোচিত মাদক ব্যবসায়ী ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ফেনসিডিল ও গাঁজাসহ দর্শনা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে থানার এসআই (নিঃ) অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌর এলাকার পাঠানপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায়। পাঠানপাড়া রেলকলোনীর নুরু মিয়ার ছেলে মোঃ স্বপন(৫৫) এর বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির উঠানে বিশেষ কায়দায় রাখা অবৈধ মাদকদ্রব্য ২০ বোতল ফেন্সিডিল ও ১শ গ্রাম গাঁজাসহ স্বপনকে গ্রেফতার করে।পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।এদিকে এলাকা বাসি জানায়,স্থানীয় আওয়ামীলীগের এক নেতার ছত্রছায়ায় স্বপন তার বাড়িতে মাদকের রমরসা ব্যবসা চালাত।এছাড়া কার বাড়ি হতে বিভিন্ন এলাকার স্বল্প পুঁজির নারীপুরুষ মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে যেয়ে তাদের এলাকায় বসবাস করতো।সম্প্রতি সে স্থানীয় বিএনপির ছত্রছায়া পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল।