২১ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামে এক ভূমিদস্যুকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান মোবাইল
মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার চিৎলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে চিহ্নিত ভূমিদস্যু আকিরুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করেন।এসময় সে লোকবল নিয়ে হাতিভাঙ্গা গ্রামে কৃষি জমি থেকে অনুমোদন বিহীনভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করছিল।ফলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪ ধারা অনুযায়ী চিৎলা গ্রামের চিহ্নিত ভূমিদস্যু আকিরুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় দামুড়হুদা মডেল থানার একদল পুলিশ তাকে সহযোগিতা করেন।