২১ নভেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার প্রায় ১১ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে র্যাব গ্রেফতার করেছে।
শনিবার সকাল সাড়ে ৭টায় মেহেরপুর জেলার গাংনী র্যাব-১২ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ এক হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে গোপন সংবাদে জানতে পারে , চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের দক্ষিণপাড়ার জনৈক আব্বাসের বসতবাড়ীর পূর্ব দিকের রান্না ঘরে একটি স্টিলের বাক্সের ভিতরে বিক্রির জন্য গাঁজা রাখা আছে। পরে ওই তথ্যের ভিত্তিতে কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ নেতৃত্বে ও সহকারী পুলিশ সুপার এনামুল হকসহ একদল র্যাব সদস্য অভিযান চালিয়ে ফজিলা খাতুনকে ১০ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ আটক করে।পরে তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।