২১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়ায় ডিস ব্যবসায়ী মোজাম্মেল হোসেনকে হত্যা চেষ্টা মামলায় বানারীপাড়ার পরিচিত মুখ মুহুরী ফারুক হোসেন গ্রেপ্তার হয়েছেন। ঘটনা সূত্রে জানা যায় মোহাম্মদ মোজাম্মেল হোসেন গত ৩১/১০ /২০২৪ রাত আনুমানিক ১০:৩০ এর সময় তার চাচী অসুস্থ হওয়ার কথা শুনে তিনি তার চাচিকে দেখতে নিজ পুরান বাড়িতে মোটরসাইকেল যোগে রাজ্জাকপুর এর দিকে রওনা করেন পথে মধ্যে রাজ্জাকপুর রাস্তার মুখে পৌছালে ডিস ব্যবসায়ী মোজাম্মেল কে আসামিরা পথ রোধ করে হত্যার উদ্দেশ্যে বেদোরক মারধোর করেন ইহাতে ডিস ব্যবসায়ী মোজাম্মেল গুরুতর আহত হন এবং তার হাতের কবজি ভেঙ্গে যায় মোজাম্মেল হোসেনকে মৃত ভেবে আসামীরা তাকে রেখে ওখান থেকে সটকে পরে বিষয়টি মোজাম্মেলের আত্মীয়স্বজন জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বানারীপাড়া হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে মোজাম্মেল হোসেন গত ২/১১/২০২৪ বাদী হয়ে পারভিন আক্তার (৪২) মোঃ শফিকুল আলম ফারুক মহরী (৬০) মোঃ ইকবাল খালাসী( ৪০) ও শ্রাবণী আক্তার( ২৪) সহ তিন চারজনকে অজ্ঞাত রেখে বনানীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ২ জিয়ার নং ১৪৯ – ২০২৪। মামলা পরিপ্রেক্ষিতে গত ১১-১১-২০২৪ তারিখেতারিখে ২ নং আসামি মোঃ ফারুক হোসেন ৩ নং আসামি ইকবাল খালাসি ৪নং আসামী শ্রাবণী আক্তার বিজ্ঞ আদালতে জামিনের জন্য আবেদন করেন। কিন্তু আদালত ২ নং আসামি ফারুক হোসেন মুহুরীর জামিন আবেদন নাখোঁজ করে জেল হাজতে প্রেরণ করে এবং ৩ ও ৪ নং আসামিকে অস্থায়ী জামিন প্রদান করে ১ নং আসামী পারভিন আক্তার পালাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইসু করেন। এ ব্যাপারে ডিস ব্যবসায়ী মোজাম্মেলের কাছে জানতে চাইলে তিনি বলেন ফারুক মুহুরী দুশ্চরিত্রবান এবং লম্পট একজন মানুষ এটা বানারীপাড়া বাসি ভালো করেই জানে আমি ন্যায় বিচারের স্বার্থে মামলা করেছি আশা করছি ১ নং আসামি পারভিন আক্তার কে বানারীপাড়া থানা পুলিশ অচিরে গ্রেফতার করে আইনের হাতে প্রেরণ করবে।