২১ নভেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামে বৈদ্যূতিক শক্টে লিপি বেগম (৩০) নামে দু’সন্তানের জননীর মৃত্যু হয়েছে। নিহত নারী বাংলাবান্ধা ইউনিয়নের খায়রুল ইসলামের স্ত্রী।
নিহতের আত্মীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে ধান ক্ষেতের আইল (সুরু রাস্তা) দিয়ে পুরাতন বাড়িতে অসুস্থ শ্বশুড়কে দেখতে যান। সেখান থেকে ফেরার পথে মাটিতে পড়ে থাকা বৈদ্যূৎ চালিত পানির পাম্পের তারে জড়িয়ে পড়ে যান। পরিবারের লোকজন শুকনা বাঁশ ও চটের থলের সাহায়ে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর চন্দ্র রায় বলেন, নারীর পিতার বাড়ির পরিবার ও ছেলের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ ছিল না। স্থানীয় জনপ্রতিনিধির তদন্তেও ঘটনার সত্যতা পাওয়ায় অত্র থানায় ইউডি মামলা রুজু করে তার স্বামীর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।# ১৩-১১-২৪