২১ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর হাসপাতালে আজ সকালে এক প্রসূতী রোগীর জরুরি সেবা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধারাখানা এলাকার রাসের হাওলাদারের স্ত্রী রিয়া মনি প্রসবজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু ফ্রি সেবা পাওয়ার কথা থাকলেও অ্যাম্বুলেন্স চালক শাহাদাত হোসেন রোগীকে নিয়ে যেতে অস্বীকৃতি জানান, যার ফলে রোগী ও স্বজনরা প্রায় এক ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে থাকেন।
রোগীর পরিবারের অভিযোগ, “আমরা বারবার ফোন করলেও ড্রাইভার শাহাদাত যেতে রাজি হননি, বরং তিনি দাবি করেন যে তার একটি ‘রোগী’ রয়েছে। অবশেষে আমাদের কান্নাকাটি দেখে স্থানীয় কয়েকজন ছাত্র এগিয়ে এসে ড্রাইভার শাহাদাতকে চাপ দিলে তিনি এক ঘণ্টা পরে অ্যাম্বুলেন্স নিয়ে আসেন।”
এদিকে, সংবাদকর্মীরা বিষয়টি নিয়ে শাহাদাতের সঙ্গে কথা বলতে গেলে তিনি বিরূপ আচরণ করেন। এমনকি তিনি তথ্য না দিয়ে উল্টো সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গাড়ির দরজায় লাথি মেরে তা বন্ধ করে দেন। এছাড়া শাহাদাতের বিরুদ্ধে এর আগে মাদক সেবন ও ব্যবসায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ জানিয়েছেন, “শাহাদাত আমাদের একজন আউটসোর্সিং ড্রাইভার, এবং ড্রাইভার সংকট থাকায় তাকে কাজে রাখা হয়েছে। তবে এই অনিয়মের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
এমন দায়িত্বজ্ঞানহীন ও অমানবিক আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী ও সংবাদকর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।