২১ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে মোঃ তায়েব নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
শনিবার(২ নভেম্বর) সকালে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শিকারমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তায়েব ঐ এলাকার মোঃ আজাহার বেপারীর ছেলে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়,শিশু তায়েব তার পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ পাঁ পিচলে পুকুরে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশু তায়েবকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নুসরাত ইসলাম জানান, শিশু তায়েবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা গিয়েছে।