২১ নভেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশের হাতে ২ পলাতক আসামী গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার সকালে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তি জয়নগর গ্রামে এক অভিযান চালায়।এসময় দীর্ঘ দিনের পলাতক আসামী নাসির উদ্দিনের ছেলে মোঃ নাইম ইসলাম কে গ্রেফতার করে। এছাড়া থানা পাড়ার মনজুর মোর্শেদের ছেলে ফাহিম মোর্শেদ (১৯) গ্রেফতার করে।পরে তাদেরকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।