২১ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় তুলা চাষে উদ্বুদ্ধকরণে চাষীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় তুলা চাষিদের কে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে ৩০জন চাষী প্রশিক্ষণ গ্রহণ করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রধান তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ এর সভাপতিত্বে তুলা চাষীদের প্রশিক্ষণ দেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে দামুড়হুদা তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট কার্যালয়ের কটন অফিসার বিদ্যুৎ চন্দ্র দাস এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজীর ফয়সাল, সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, কটন ইউনিট অফিসার শামসুজ্জাহা প্রমুখ।
তুলা উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন, মাটির উর্বরতা বৃদ্ধিতে কম্পোস্ট সারের ভূমিকা, বীজ বপনের সঠিক সময় নির্ধারণ, আগাছা দমন, চারা পাতলা করণ প্রভৃতি বিষয়ে উদ্বুদ্ধকরন প্রশিক্ষণ দেওয়া হয়।