২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেলে থাকা ওদুদ শাহ ডিগ্রি কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে চালকসহ অপর দু’বন্ধু।
রবিবার সকাল ৯ টায় দামুড়হুদা বাসষ্টান্ড মোড়ে রাজশাহী নাবিল কোম্পানির দর্শনা গামী পরিবহনের পণ্যবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট
২২- ৫৮২৩) বিপরীত দিকে আসা দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজ গামী একটি মটরসাইকেলর ৩ শিক্ষার্থীকে চাপা দেয়।এসময় মোটর সাইকেলের পিছনে বসা দামুড়হুদার চিৎলা গোবিন্দহুদা গ্রামের মিলন মিয়ার ছেলে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব(১৯)
ঘটনাস্থলেই মৃত্যু হয়। মটর সাইকেলে চালকসহ অপর দু’বন্ধু মারাত্নক জখম হয়।পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে।অন্যদিকে ট্রাকটি আটক করা হলেও ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।