২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদনীপুর ঘাড় ঘাড় কাটি মাঠের একটি বিল থেকে নিখোঁজ শিক্ষক গলিত লাশ পুলিশ উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর মেদিনীপুর মাঠে ঘাড় কাটি বিলে মাছ ধরার সময় কচুরিপানার ভিতরে কয়েকজন একটি গলিত লাশ দেখতে পান।পরে জীবননগর থানা পুলিশ ও সীমান্ত ফাড়ি বিজিবিকে খবর দিলে থানা পুলিশ এসে গলিত অবস্থায় লাশটি উদ্ধার করে। এসময় লাশ টি ৯০ ভাগ পচে গলে যাওয়ায় সহজে শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ টি পচে গলে কঙ্কালে পরিণত হয়েছিল। খবর শুনে ২০ দিন আগে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষক সুজন আলী(৩০)’র ভাই মরদেহটি সনাক্তের চেষ্টা করে।তারা জানায় ভাই অনেক আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল এবং তার শরীরে থাকা সার্জিক্যাল রড দেখে আমরা বুঝতে পারি লাশ টি আমার ভাই সুজন আলী। জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে মেদনীপুর ঘা ড় কাটি নামক বিলের কচুরি পানার ভেতর থেকে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে গলিত লাশ উদ্ধার করা হয়। লাশ দেখে আসলে শনাক্ত করবার কোন উপায় নেই যে লাশ টি কার। লাশের বাম হাতে থাকা সার্জিক্যাল রড দেখে পরিবারের সদস্যদের বিশ্বাস লাশটি কিন্ডারগার্ডেন শিক্ষক সুজন আলীর কিন্তু পরীক্ষা-নিরীক্ষা ছাড়া প্রকৃতপক্ষে লাশ টি কার তা সনাক্তকরণ সম্ভব নয়। উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সবুর বলেন সুজন আলী আমার আপন ছোট ভাই। আমার উক্ত ভাই জীবননগর পৌর কিন্টারগার্ডেন স্কুলের সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। আমার উক্ত ভাই গত ৬ অক্টোবর সন্ধ্যায় জীবননগর পৌর এলাকার গোপালনগর এর ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়।