২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর ঘাড়কাটি বিলের কচুরিপানা হতে এক কঙ্কাল উদ্ধার হয়েছে।
স্থানীয় গ্রামবাসী জানায়, সকালে খাড়কাটি বিলে গ্রামবাসিরা মাছ ধরছিল।এসময় বিলের কচুরিপানা সড়াতে যেয়ে তারা একটি মানুষের কঙ্কাল দেখতে পায়। এসময় আসেপাশের মাঠের লোকজন জড়ো হয়।পরে তারা স্থানীয় বিজিবি সদস্য ও জীবননগর থানার পুলিশকে খবর দেয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শনিবার দুপুরে মেদেনীপুরের ঘাড়কাটি বিলের মাঠে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত নই। সিআইডি ও পিবিআই পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে কঙ্কালের পরিচয়সহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করবে।