২১ নভেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায়
‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যকে ধারন করে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদরের ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় ও ঝিনুক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে বিদ্যালয় দুটির শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা শেষে প্রশিক্ষণ করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, ঝিনুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন, ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আবু জামাল ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন। আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভারব্রীজ ব্যবহার বিষয়ে আলোচনা করেন। এসময় শিক্ষক-
শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।