২১ নভেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদার দর্শনায় পৌর ওয়ার্ড আওয়ামীলীগের নেতা, সাবেক কাউন্সিলরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে নিজ দলীয় যুবলীগের এককর্মী।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর মসজিদ পাড়ার রবজেল মন্ডলের ছেলে ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশু উদ্দিন মটর সাইকেল যোগে বাড়ি যাবার গ্রামের মসজিদের সামনে একই গ্রামের সামসুদ্দিনের ছেলে রাসেদ তাকে গতিরোধ করে তার মটর সাইকেল ভাংচুর করে পরে পুড়িয়ে দেয়।এসময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে কোপ দিয়ে পালিয়ে যায়।পরে এলাকাবাসি তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।গ্রামবাসিরা জানায় তাদের নিজেদের ব্যবসা সংক্রান্ত বিরোধে এঘটনা ঘটতে পারে। এ ঘটনায় থানাঢ একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।