২১ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার বরিশাল : বানারীপাড়া নিজের অপকর্ম ডাকতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে ঘটনাস্থলে গিয়ে জানা যায় বানারীপাড়া বাইশারী
ইউনিয়নের কচুয়া গ্রামের জাহিদুল এর সাথে একই ইউনিয়নের শামসুল হকের মেয়ে জাকিয়া(২৩) এর সাথে পারিবারিকভাবে উভয় পরিবারের সদস্যদের সাথে নিয়ে ইসলামিক শরীয়ত মোতাবেক বাইশারী মসজিদের মাওলানার মাধ্যমে সরা সম্পন্ন করেন। বিয়ের পর থেকে তারা সুখে সংসারে বসবাস করছেন এবং চার বছরের একটি পুত্র সন্তান আছেন বিয়ের পর থেকে জাহিদুল এর কর্মস্থল ময়মনসিংহে তার সংসার জীবন যাপন করছিলেন। সেখানে জাহিদুল স্ত্রি জাকিয়া ফেসবুকের মাধ্যমে অন্যত্র ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বিষয়টি জাহিদুল জানতে পারলে তার স্ত্রীকে বকাবকি করেন। বিষয়টি জাহিদুলের স্ত্রী তার ভাই এবং পরিবারদেরকে জানালে তারা তাকে বাড়িতে চলে যেতে বলেন জাকিয়া জাহিদুলকে না জানিয়ে জাহিদুলের অগোচরে তার গ্রামের বাড়ি বানারীপাড়া থানার বাইশারীতে চলে আসেন।
পরবর্তী জাহিদুল তাকে খুঁজতে তাদের বাড়িতে ফোন দেন তার পরিবারের লোকজন জানান সে বাড়িতে চলে এসেছে এবং এসে ভাই এবং পরিবারের লোকজনদের কু পরামর্শে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন মামলা নাম্বার এমপি নং ৩৬৬ / ২০২৪ মামলাটি বর্তমানে পিভিআই তে তদন্তাদিন রয়েছে। এ ব্যাপারে মামলার বিবাদী জাহিদুল এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তাকে ভালোবাসি এবং আমাদের সংসারে একটি ফুটফুটে চার বছরের সন্তান রয়েছে। আমরা সুখে শান্তিতেই বসবাস করেছিলাম কিন্তু আমার স্ত্রী ফেসবুকের প্ররোচনায় অন্যত্র পুরুষের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আমি বিষয়টি জানতে পেরে তাকে বকাবকি করি। এবং সে বিষয়টি তার পরিবারকে জানায় এবং তার বড় বোন নুরুন্নাহার ও পরিবারের অন্য লোকজনদের পরামর্শ ক্রমে ময়মনসিংহ থেকে আমাকে না জানিয়ে বানারী পাড়ায় চলে যায়। এবং আমি সহ আমার মা ভাই ও মামাকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করে। আজ ২১/১০/২০২৪ আমার ছেলেকে জাকিয়া নিজে এসে আমার বাড়িতে দিয়ে যায় এবং আমাকে জেলের ভাত খাওয়াবে এই বলে হুমকি দিয়ে যায়। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে সব ভুলে ওকে নিয়ে সংসার করতে চাই। কিন্তু ওর ভাইদের প্ররোচনা পরে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এ ব্যাপারে বাদী জাকিয়ার সাথে যোগাযোগ করতে চাইলে তার ব্যবহৃত মুঠফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকার গণ্যমান ব্যক্তি বলেন জাহিদুল অনেক ভালো ছেলে ওরা পারিবারিকভাবে ভালোই ছিল কার বুদ্ধি এবং কার প্ররোচনা এগুলো করতেছে ওরাই ভালো জানে। আমরা চাই ওরা পারিবারিকভাবে মিলেমিশে সবাই ভালো থাকুক।