২১ নভেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ১ মহিলাকে গলাকেটে হত্যা করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার গণেশ প্রামাণিকের স্ত্রী অঞ্জলি(৫০)কে ঘরের মধ্যে থেকে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।গণেশের ভাতিজি কুমারী ঐশী রানী বলেন, অসুস্থ পিসিকে নিয়ে আজ সকালে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। পিসি আমাকে ডাকতে না আাসলে আমি এসে দেখি বাড়ির মুল দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও যখন দরজা না খোলা হয়, তখন জানালায় উঁকি দিয়ে দেখি ঘরের মধ্যে উপুড় পড়ে আছে। পরে স্থানীয়দের ডেকে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পাই।
নিহতের স্বামী গণেশ প্রামাণিক জানান, ঘরে দুই লাখেরও বেশি টাকা ও কিছু স্বর্ণালংকার ছিল, সেগুলো আর নেই। ডাক্তার দেখানোর জন্য টাকা ঘরের বাক্সে রাখা ছিল। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, ধারণা করা হচ্ছে যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।