২১ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলা টাটাকপুরে মাহিন্দ্রা ট্রাক্টরের ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার টাটাকপুরে সারাদিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্পে সকল পুরাতন ট্রাক্টর সার্ভিস করানো হয়। পাশাপাশি ট্রাক্টর মালিক ও ড্রাইভারদের প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাহিন্দ্রা ট্রাক্টরের সিও মুনেম শাহারিয়ার,জিএম তারিকুজ্জামান, রংপুর বিভাগের জোনাল ম্যানেজার মাহফুজার রহমান,রিকোভারি ম্যানাজার কাজী পিকুল হোসেন, রিজিওনাল ম্যানেজার গৌতম কুমার বর্মন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার প্রিন্সিপাল আবু আল ইমরান,সার্ভিস হেট কাজী ইমরান, সার্ভিস ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম প্রমুখ।
ফ্রি ক্যাম্পে ট্রাক্টরের পার্টসের উপর ১০% এবং মোবিলের উপর ৫% ডিসকাউন্ট প্রদান করা হয়। দিনব্যাপী সার্ভিস ক্যাম্পেইনে ১৫টি মাহিন্দ্রা ডেলিভারি এবং ২৫ টি মাহিন্দ্রা ট্রাক্টর বুকিং হয়।