২১ নভেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান
রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় “কোমল মতি শিক্ষার্থীরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ” শ্লোগানকে সামনে রেখে প্রশাসনের উদ্যোগে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহয়তা” প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন স্কুলের অধ্যায়নরত গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। এসময় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহয়তা” প্রকল্পের আওতায় উপজেলার
মোট ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭১ টি গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।এসময় জেলা প্রশাসক বলেন,
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়রত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হবে এবং ঝরে পড়া রোধ হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে তাদের পড়ালেখা করানোর জন্য। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান কাজল প্রমূখ।