২১ নভেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার হতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা,’র উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এসময় পুলিশ সুপার দামুড়হুদা থানা এলাকায় ঘুরে ঘুরে বিশেষ চেকপোস্টের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন।বিশেষ চেকপোস্ট পরিদর্শন কালে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো সুযোগসন্ধানী, দুষ্কৃতকারী ও অশুভ চক্র যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনোরূপ হামলা, পূজামণ্ডপ ভাঙচুর বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেজন্য চেকপোস্ট, টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি প্রতিহত করে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।