২১ নভেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডে নয়াকান্দি গ্রামে ফিরোজ মাহমুদ (বুলু) বেপারীর প্রতিষ্ঠিত শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারী উপস্থিতে সনাতনধর্মাবলম্বীর মধ্যে উপহার হিসেবে ১০০০ (এক হাজার) পিচ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টা সময় কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামে নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের সভাপতি রাজিব হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় শিকারমঙ্গল মানবকল্যাণের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ (বুলু) ভাই শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করার আপনাদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনটি একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। গরীব অসহায় মানুষের জন্য কাজ করে। “নিঃস্বার্থ সেবাই হউক মানুষের ধর্ম” আপনার আমাদের জন্য প্রার্থনা করবেন যাতে আমরা আপনাদের জন্য কাজ করতে পারি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের উপদেষ্টা আবুল খায়ের মোল্লা ও শিক্ষক গোলাম কিবরিয়া।
আরোও উপস্থিত ছিলেন, রথিন নাথ, মনোতষ ঘরামী, প্রশান্ত ,সাংবাদিকবৃন্দ ও সংগঠনের সদস্যসহ প্রমুখ।