২১ নভেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযানে ৭শ২৪ লিটার রেকটিফাইট স্পিরিটসহ (মদ তৈরির কাঁচামাল বা উপকরণ) ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মোঃ মাসুদের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায় এক অভিযান পরিচালনা করেন।এসময় অভিযান চালিয়ে
আনোয়াপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আমিনুল(৪০), একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে মিতুল(৩৮) ও মৃত নূর মিয়ার ছেলে শফিকুল(৪০)কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারীর বাড়ি হতে ৭শ২৪ লিটার রেকটিফাইট স্পিরিট (মদ তৈরির কাঁচামাল বা উপকরণ) উদ্ধার করা হয়।
এসব মদের উপকরণে ৫ গুন পানি মেশানোর জন্য ভেজাল মদ তৈরি করার জন্য বিপুল পরিমাণ এ স্পিরিট ওই বাড়ি গুলোতে মজুদ রাখা হয়েছিল। এলাকাবাসির ধারণা এসব রেকটিফাইট স্পিরিট কেরু এন্ড কোম্পানী থেকে এক শ্রেণীর অসাধু ব্যাক্তির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল।চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার জানান, গ্রেপ্তারকৃত তিন মাদককারবারীর বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।