২১ নভেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনার ঐতিহ্যবাহী ভারী শিল্প কারখানা দর্শনার কেরু এ্যান্ড কোম্পানির ‘কেরুজ সর্বজনীন দূর্গা মন্দির’ এর দূর্গাপূজাকে সফলভাবে সম্প্রদানে হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
রবিবার সন্ধ্যা ৭টায় কেরুজ সর্বজনীন দূর্গা মন্দিরে এ মতবিনিময়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর এমডি রাব্বিক হাসান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করে বলেন- এটা আমার আপনার সবার দেশ, একযোগে সবাইকে নিরাপত্তা দিতে সহযোগিতা করতে হবে। পাশাপাশি পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেরুর নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে সর্বাক্ষণিক টহল ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- মহা-ব্যবস্থাপক(কারখানা) সুমন কুমার সাহা, মহা-ব্যবস্থাপক(ডিস্টিলারি) রাজিবুল হাসান, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ সবুজ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, মন্দির কমিটির সভাপতি নমিতা রানী মালাকার, সাধারণ সম্পাদক রাধারাণী দাস, রতন কুমার লোধ, নারায়ন চন্দ্র দাস, সমির সরকার, নিত্যানন্দ চক্রবর্তী, দীপেন ঘোষ, তপন কুমার বিশ্বাস, তারাপদ বিশ্বাস, ধীরেন চন্দ্র দাস, শঙ্কর বিশ্বাস, সুবাস বিশ্বাস, রতন দাস, গনেস বিশ্বাস, বাঁধন চন্দ্র দাস, শুভ লোধ প্রমুখ।