২১ নভেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার দর্শনা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ইন্সপেক্টর মো: শহিদ তিতুমীর যোগদান করেছেন রবিবার দুপুর ৩টায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে তিনি যোগদান করেন। অন্যদিকে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর বিপ্লব কুমার সাহাকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়েছে।
দর্শনা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদ তিতুমীর এর আগে কুষ্টিয়া জেলার সিআইডি বিভাগে দায়িত্বরত ছিলেন। তিনি কুষ্টিয়া সিআইডি কার্যালয় হতে বদলী হয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনের জন্য যোগদান করেছেন।
উল্লেখ্য- দর্শনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা ২০২৩ সালের ২৩ শে জুলাই হতে ২০২৪ সালে ৬ অক্টবর পর্যন্ত দর্শনা থানার দায়িত্বে ছিলেন কর্মরত ছিলেন।