২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় সরকারি কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক ও সাংবাদিকসহ সুধীজনদের সঙ্গে
বরিশালের নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র’র প্রাণবন্ত সঞ্চালনায়
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক শাহ আলম মিঞা, শিক্ষক নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোজ্জাম্মেল হোসাইন, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা মোঃ মনিরুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস,সাংবাদিক সাইদুল ইসলাম ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাব্বির হোসেন প্রমুখ। ###