২২ নভেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন
দেড় কোটি টাকার বিদ্যুৎ বিল হয়ে গেল ১৬ হাজার

দেড় কোটি টাকার বিদ্যুৎ বিল হয়ে গেল ১৬ হাজার

আজকের ক্রাইম ডেক্স

নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের সেই চালকলের এক মাসের বিদ্যুৎ বিল ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা সংশোধন করে ১৬ হাজার ৬২০ টাকা করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এ ঘটনায় বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে শোকজ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বুধবার (২ অক্টোবর) বিকেলে নতুন বিল তৈরি করে গ্রাহকের বাড়ি পৌঁছে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (রাজস্ব) শাহ্ মো. মোস্তফা কামাল। এর আগে ভুতুড়ে এই বিদ্যুৎ বিলটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ওই প্রতিষ্ঠানের (চালকল) পরিচালক লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জের আবদুর রহিমের ছেলে জালাল উদ্দিন জানান, গত এক বছর ধরে এই চালকলের বিল মাসে ১৫ হাজার টাকার কিছু কম-বেশি আসে। সম্প্রতি ব্যস্ত থাকার কারণে কয়েক দিন তিনি ওই প্রতিষ্ঠানে যেতে পারেননি। সোমবার তিনি বিদ্যুৎ বিলটি পান। ওই বিলে এক মাসে এসেছে ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা। বিল পরিষদের সময় ২৪ সেপ্টেম্বর।

তিনি আরো জানান, বিষয়টি জানানোর জন্য সদর উপজেলার ফুলবাগান এলাকায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতিতে গেলে তার সমস্যার সমাধান না করে উল্টো খারাপ আচরণ করেন বিলিং সহকারীরা। পরে ডেপুটি জেনারেল ম্যানেজারকে বিষয়টি জানান। বুধবার বিকেলে ১৬ হাজার ৬২০ টাকার নতুন বিল তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মোহাম্মাদ আবু নাসের বলেন, বিলটি সংশোধন করে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ভুলের জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। যারা ওই ভুল কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

অদ্ভুত বিল করার কারণে বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা শাহ মো. মোস্তফা কামাল।

তিনি বলেন, বিলিং সহকারী বিল পোস্টিং করতে গিয়ে টাইপিংয়ে ভুল করেন। পরে প্রিন্টেড বিল চেক না করে গ্রাহকের কাছে পৌঁছে দেন বিতরণকারী। এমন ভুল সাধারণত হয় না। সংশোধিত বিল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে শোকজ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019