২১ নভেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএস এফ আইসি) রাষ্ট্রয়ত্ত সকল চিনিকলের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে কেরু এ্যান্ড কোম্পানীর শ্রমিকরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দর্শনা এ্যান্ড কোম্পানির ব্যাপস্থাপনা পরিচালকের অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর মহাব্যাবস্থাপক কৃষি আশরাফুল আলম ভৃইয়া,ব্যাবস্থাপক সম্প্রসারণ মাহবুবুর রহমান, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ তৈয়ব আলী, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সি ডি এর সমন্বয়ক মোঃ সাহেব আলী শিকদার, সিডিএ এএসএম কবির,সাইফ উদ্দীন, মাঈন উদ্দীন আহম্মেদ, সাকী মাহমুদ, আঃ কাদের,মইনুর রহমান শাওন,শরিফুল ইসলাম,সোহেলরানা,আরিফুর,রহমান,জুলফিকার আলী, সাইফুল্লাহ, মুকুল হোসেন, আসাদুজ্জামান, দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান,ফরহাদ খান,জাহাঙ্গীর হোসেন।এ মানববন্ধনে বক্তারা বলেন,চিনি শিল্পকে লাভবান খাতে নিয়ে যেতে হলে কৃষি বিভাগকে রাজস্ব খাতে নিয়ে যেতে হবে।এ দাবি আমাদের যৌতিক দাবি।এ দাবি না মানলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমাপ্তি করেন সমন্বয়ক ও সিডিএ হারিজুল মেম্বার।