২১ নভেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ
কেরুজ ডিস্টিলারী(মদের কারখানা) বিভাগের সহকারি ইলেক্টিশিয়ান আব্বাসের টুলস্ বক্স ভেঙ্গে ৬ বোতল কেরুজ ফরেন লিকার ও খালি ২টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।পরে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ৩টায় কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) রাজিবুল হাসান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিও সানোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিত্বে ডিস্টিলারী বিভাগের সহকারি ইলেক্টিশিয়ান আব্বাস আলীর টুলস বক্সের তালা ভেঙ্গে তার অনুপস্থিতে ৬ বোতল ফরেন লিকার ও খালি ২ টি বোতল উদ্ধার করে। এ ঘটনায় রাতেই অভিযুক্ত আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির( প্রশাসন) ইউসুফ আলী। তিনি আরও বলেন, ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সূত্র জানায় প্রায় মদের কারখানা থেকে মদসহ ধরা পড়লে তাদের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেয়া হয় ।কিন্ত সিসি ক্যামেরার আওতার মধ্যে থেকে কেবা কারা এসব মদ মিলের বাইরে পাচার করে তা খতিয়ে দেখা প্রয়োজন বলে অনেকে মনে করে। একটি চক্র বিগত ৫/৭ বছরে কেরুজ মদ কারখানা থেকে বাইরে বের করে দেয়।সেই মদ চড়া দামে বিক্রি করা হয়।তাই নবনিযুক্ত কেরুজ ব্যবস্থাপনা পরিচালককে নজর দেয়া প্রযোজন বলে অনেকে মনে করেন।