২১ নভেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মান্নান বাহাদুর (৭৮) আর নেই।
রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টায় তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজার সংলগ্ন নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।###