২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় “Tourism and Peace” তথা “পর্যটন শান্তির সোপান” প্রতিপাদ্যকে সামনে রেখে শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে “বিশ্ব পর্যটন দিবস-২০২৪” এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি শেষে ডিসি সাহিত্য মঞ্চ প্রাঙ্গণে ২ টি গাছ রোপণ করা হয় করা হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, চুয়াডাঙ্গার উপপরিচালক (ভারপ্রাপ্ত), শারমিন আক্তার এর সভাপতিত্বে সভায়”বিশ্ব পর্যটন দিবস-২০২৪” উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। অংশগ্রহণকারীরা পর্যটনের বিকাশ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করেন।