২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে মদসহ ১ ব্যাক্তি গ্রেফতার হয়েছে।
শুক্রবার সকাল ৫টায় টার জেলা গোয়েন্দা শাখা(ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানায়, ডিবি পুলিশের এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা হাসান চত্বরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় চাদপুর জেলা সদরের বিষ্ণুপুর গ্রামের ফজলু গাজির ছেলে সেলিম গাজি(৪০)কে গ্রেফতার করে।পরে
তার হেফাজতে থাকা ২৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।