২১ নভেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের আয়োজনে ছাত্রীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় দর্শনাস্থ কেরু উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ কর্মশালায় দর্শনার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ ছাত্রীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রয়োজনে করণীয় বিষয়ে সম্যক ধারণা দেয়া হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম।
স্বাগত বক্তব্য দেন এসএমসি এ্যান্টারপ্রইজের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু’র ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান (এফসিএম)।
প্রধান বক্তা ছিলেন কেরু কোম্পানির মেডিক্যাল অফিসার ডাঃ শাহিনুর হায়দার এমবিবিএস (বিসিএস স্বাস্থ্য)।
বিশেষ অতিথি ছিলেন কেরু’র মহা ব্যবস্হাপক (প্রশাসন) মোঃ ইউসুফ আলী। আরও
উপস্থিত ছিলেন জাতীয় প্রতিদিনের “আলোচিত কণ্ঠ ” পত্রিকার সম্পাদক সাংবাদিক নেতা ইয়াসির আরাফাত মিলন,দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি প্রমুখ।
প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথি ছাত্রীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিভিন্ন দিক তুলে ধরে নির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান অতিথি উপস্থিত ছাত্রীদের পরিচ্ছন্নতা বিষয়ে সব সময় সজাগ থাকার পরামর্শ দেন এবং পরিশেষে এসএসসি এ্যন্টারপ্রাইজের আয়োজকদের এই ধরনের সচেতনতামূলক গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ কর্মশালায় প্রায় ১০০ ছাত্রী উপস্থিত ছিলেন।