২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরুজ মৌসুমি স্থায়ী শ্রমিক হতে স্থায়ীকরণ হওয়া ১০৪ জন শ্রমিকের বিরুদ্ধে অপঃপ্রসার চালানোর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে কেরু এ্যান্ড কোম্পানির মৌসুমি শ্রমিক হতে স্থায়ীকরণ শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন আখতার হোসেন,শাহ আলম,সাদ্দাম হোসেন,সালাহউদ্দিন সনেট,জুবাইদা নাহার এ্যানি,নাজিরা বেগম,আশরাফুল আলমসহ প্রায় ৪০/৫০ জন শ্রমিক।সাংবাদিক সম্মেলনে তারা জানায়,শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের ৩ বছরের প্রচেষ্টায় সম্প্রতি মন্ত্রণালয় থেকে স্থায়ী করণের(সমন্বয়) প্রক্রিয়ার সুযোগ হয়।কিন্তু কেরুজ মৌসুমি স্থায়ী শ্রমিক মহিদুল ইসলাম তার চাকুরী স্থায়ীকরণ না হওয়ায় দর্শনা আমলী আদালতে কেরুজ সাবেক এমডি,শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করায় ও ফেজবুকে ১০৪ জনের বিরুদ্দে আপত্তি কর মন্তব্য করায় এ সাংবাদিক সম্মেলন করেন।