২১ নভেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শৌচাগারের জানালার গ্রিলে গামছা পেচিয়ে এক রুগী আত্মহত্যা করেছে।
রবিবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মৃত দাউদ আলির ছেলে তোয়াজ্জেম হোসেন(৭০)চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের পুরুষ মেডিসিন ওয়ার্ডের শৌচাগারের মধ্যে জানালার গ্রিলে গামছা পেচিয়ে আত্মহত্যা করে।পরে তার স্বজনরা, হাসপাতাল কতৃপক্ষ ও পুলিশ এসে শৌচাগারের দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।নিহতের স্বজনদের জানায়, বৃদ্ধ তোয়াজ্জেম দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। অতিরিক্ত অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরেই হাসপাতালের শৌচাগারের মধ্যেই আত্মহত্যা করেছেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওয়াহেদ মাহমুদ রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে পেট-মাথা ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলো।