২২ নভেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের হ্যাটট্রিক বিজয়ী সাবেক চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ (৫৮) শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় ঢাকার বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মাইনুল হাসান মোহাম্মদ বানারীপাড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের বোন জামাতা এবং প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এনায়েত করিমের ছোট ভাই। শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ####