২১ নভেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি সড়ক হতে কলেজ লাইব্রেরিয়ানের মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে কার্পাসডাঙ্গা কলোনী পাড়ার মৃত এরশাদ আলী মাষ্টারের ছেলে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান শফিকুল ইসলাম (৫০)’র মরদেহ প্রধান সড়কের ফকিরখালি রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এসময় তার মাথায় প্রচন্ড আঘাত চিন্হ দেখা যায়।ধারণা করা হচ্ছে প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ে রাস্তায় হাটাহাটির সময় অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।