২২ নভেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে মানব কল্যান ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড এর ২৩ লাখ ১৫ হাজার ৪৩০ শত টাকা প্রতারণা করে আত্মসাত মামলার এজাহারভুক্ত আসামি লিটন চন্দ্র হালদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার বেলা ১২ টার দিকে ঝালকাঠি পান বাজার থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গৌতম কুমার ঘোষ মোবাইল টিম নিয়ে তাকে গ্রেপ্তার করে। আসামি লিটন চন্দ্র হালদার ঝালকাঠি শহরের ফরিদপুর পট্রির মৃতঃ অরুন চন্দ্র হালদারের ছেলে।
মামলার এজাহারে জানান যায়,ঝালকাঠির মানব কল্যান ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড এর পরিচালক সুব্রত দেবনাথ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১২/০৯-২৪ লিটন চন্দ্র হালদারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, মানব কল্যান ও ঋণদান সমবায় সমিতির কর্মচারী লিটন চন্দ্র হালদার ২০১৬ ইং এর জানুয়ারী মাস থেকে সমিতির প্রতিদিনের আয়-ব্যায়ের হিসাব করে দেখা যায়। আসামী লিটন চন্দ্র হালদার ২০১৬ থেকে ২০২০ সনের ৩১/০৭/২০ তারিখ পর্যন্ত সঞ্চয় ও ঋন আদায়ের কাগজপত্র প্রদর্শন করিতে ব্যর্থ হন এবং ইং ০৩/০৮/২০২০ তারিখ থেকে ইং ১৩/০৮/২০২৩ তারিখ পর্যন্ত কাগজপত্র তলবমতে দেখাতে সক্ষম হলেও হিসাব আন্তে ঋন ও সঞ্চয় বাবদ আদায় ৩৭৫৪৮১০৬/= টাকা হলেও রেজিস্ট্রার খাতায় ৩৬৩৯৩৪৮৬/= টাকা জমা করেন যাহার ঘাটতি ১১৫৪৬২০/= টাকা পরীলক্ষিত হয়।সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ পূবঃ ঝালকাঠি ৪৬০৮১০/= টাকা গ্রাহকদের নিকট থেকে আদায় করিয়া গ্রাহকের জমা বহিতে লিপিবদ্ধ করিলেও জমা রেজিস্ট্রারে উক্ত টাকা জমা করে নাই।
০৩/০৮/২০২০ তারিখ থেকে ইং ১৩/০৮/২০২৩ তারিখ পর্যন্ত ঋণ ও সঞ্চয় বাবদ সর্বমোট ১৬১৫৪৩০/= টাকা ঘাটতির কারণ ও ০৩/০১/২০১৬ ইং তারিখ থেকে ইং ৩১/০৭/২০২০ তারিখ পর্যন্ত হিসাবের কাগজসহ কত টাকা আত্মসাৎ করেছে।এবিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে আসামী ০৩/০১/২০১৬ ইং থেকে ৩১/০৭/২০২০ ইং তারিখ পর্যন্ত ৭,০০০০০/= টাকাসহ একুনে ২৩,১৫৪৩০/= টাকা ও ০৩/০১/২০১৬ ইং তারিখ থেকে ৩১/০৭/২০২০ ইং তারিখ পর্যন্ত সঞ্চয় ও ঋণ আদায়ের কাগজপত্র ব্যবস্থাপনা কমিটির নিকট ইং ১৩/০৮/২০২৩ তারিখ আত্মসাতের কথা স্বীকার করে। পরবর্তী ১০ মাসের মধ্যে সকল টাকা ও কাগজপত্র পরিশোধ করিবেন মর্মে অংগিকার করেন এবং স্ব-পদে ০৮/১০/২০২৩ তারিখ পর্যন্ত কর্মরত থাকেন। পরবর্তী সমিতির চাকুরীতে সে আর যোগদান করবেন না এবং আত্মসাৎকৃত ২৩,১৫৪৩০/= টাকা ও কাগজপত্র ফেরৎও দিবে না মর্মে প্রকাশ করে পালিয়ে থাকে।এবিষয়ে ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিয়োগ দিলে আদালত ঝালকাঠি থানা অফিসার ইনচার্জকে এফআইআর করে ব্যবস্থার নির্দেশ প্রদান করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গৌতম কুমার ঘোষ বলেন, মানব কল্যান ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড এর টাকা আত্মসাতের মামলায় গোপন তথ্যের ভিত্তিতে শহর পান বাজার থেকে আসামী লিটন চন্দ্র হালদারকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।
এই প্রতিষ্ঠান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৩ লাখ ১৫ হাজার ৪৩০ শত টাকা প্রতারণা করে আত্মসাত করেছে।