২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা
(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় দর্শনায় সাহিত্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় দর্শনা সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে পরিষদের সভাপতি বিশিষ্ট কবি নূরুল আলম বাকুর সভাপতিত্বে যথাযোগ্য ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন দর্শনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক মাহমুদ হাসান রনি,সহসভাপতি আবুল বাসার,প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান,মুকুল হোসেন,শফিকুল ইসলাম মানিক প্রমুখ। বক্তারা বলেন,আজ প্রিয় নবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন।৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন। তিনি রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন; যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে।