২২ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি এলাকায় একটি ব্রীজের ঢালাইয়ের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকার জনগণের তীব্র ভোগান্তির সৃষ্টি হয়েছে । অফিসে বার বার জানানোর পরেও তারা কোন পদক্ষেপ না নেওয়ায় ।এলাকাবাসী নিজ উদ্যোগে ঢালাইয়ের কাজ ১৫ ই সেপ্টেম্বর শুরু করে। ব্রীজটির নির্মাণকাজ গত ৫ মাস ধরে বন্ধ ছিল, যা স্থানীয় জনগণের যাতায়াতে চরম অসুবিধার সৃষ্টি করেছিল। এ সমস্যার সমাধানকল্পে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ব্রীজের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন।
খবর পেয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তারা পরিদর্শনকালে যেখানে রডের পরিমাণ কম ছিল সেখানে রড বাড়ানোর নির্দেশনা দেন। তারা এলাকাবাসীর কাজের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং কাজে কোন ভুল-ত্রুটি না হয় এরজন্য এলজিইডি’র একজন প্রকৌশলীকে ব্রীজের নির্মাণকাজ চলাকালীন সার্বক্ষণিকভাবে কাজটির তত্ত্বাবধানের জন্য রেখে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকার পরিবর্তনের সাথে ঠিকাদাররা লাপাত্তা ব্রীজের কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সের লাইসেন্সের অধীনে স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনির পরিচালনা করছিলেন।