২১ নভেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর পাশ্ববর্তী নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে।
রবিবার বিকালে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের নগর বোয়ালিয়ার কারিগর পাড়ার খেয়া ঘাট এলাকায় নগর বোয়ালিয়া গ্রামের মৃত আক্তার মণ্ডলের ছেলে গাফ্ফার আলী টুলু(৪০)’র মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার দুপুরে টুলু বাড়ির পাশে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। এসময় সে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। কারিগর পাড়ার খেয়া ঘাট নামক এলাকায় তার ভাসমা লাশ দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তারা মাথাভাঙ্গা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে এলাকাবাসী বাঁধা দেয়। এনিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে স্থানীয়রা।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, যুবকের মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ তাদের হেফাজতে দেওয়া হয়েছে।