২১ নভেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের
সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা ‘র সাথে তার অফিস কক্ষে দামুড়হুদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় দামুড়হুদা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান (তনু), দামুড়হুদা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রফেসর’ আবুল হাসেম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভাইস চেয়ারম্যান মিথুন , চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের নেতা আবায়ক হাজী , দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান (মিল্টন) দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (আরিফ) , দামুড়হুদা উপজেলা যুবদলের নেতা জনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সবুজ এবং সদস্য সচিব ডিকে সুলতান (জসিম), চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বিএনপির নেতৃবৃন্দ বলেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএরপির প্রতিটা নেতাকর্মী একযোগে কাজ করে যাবে।