২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ্যাসিল্যান্ড মোঃ মাহমুদুল হাসানের বিদায় ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাওসার শেখ যোগদান ্অনুষ্ঠিত হয়েছে। ১লা জুলাই তাকে ঘোড়াঘাটে বদলী করে প্রজ্ঞাপন জারি করে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
অপরদিকে ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী করা হয়েছে।
নবাগত এসিল্যান্ড আব্দুল-আল-মামুন কাওসার শেখ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার নিজ জেলা ময়মনসিংহ। তিনি ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চাকুরিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞানে অর্নাসসহ মাস্টার্স সম্পন্ন করেন।
এরআগে ঘোড়াঘাটে ২ যুগ যাবত সহকারী কমিশনার (ভূমি) পদ শুন্য ছিল। অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন। তবে সেই অতিরিক্তের ভার মোচন করতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০২১ সালের ২৫ জুলাই যোগদান করেছিলেন মাহমুদুল হাসান। দীর্ঘ ৩ বছর চাকুরীর সুবাদে তিনি মিশে গিয়েছিলেন ঘোড়াঘাট উপজেলার সর্ব সাধারণের মাঝে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতা মাধ্যমে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাওসার শেখ বলেন, ইতিপূর্বে আমি তথ্য ক্যাডারে চাকুরি করেছি। উত্তরবঙ্গে দীর্ঘ ৬ বছর যাবত চাকুরির সুবাধে যতটুকু বুঝেছি, এই অঞ্চলের মানুষ খুবই সহজ সরল। তারা খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকবো।
এদিকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ঘোড়াঘাটে দায়িত্বপালন কালে আমি এই উপজেলার নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদানে চেষ্টা করেছি। নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব তার সবটাই দিয়ে চেষ্টা করেছি নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে। এই এলাকার মানুষ আমাকে আমার কাজে সার্বিক ভাবে সহযোগীতা করেছে। বিদায় কষ্টের। তবে কর্মক্ষেত্রে এটিই নিয়ম।