২১ নভেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে বাবার বাড়ি এসে সাপের কামড়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ নারীর মৃত্যু হয়েছে।অপর একটি সাপে কামড়ানো ১ যুবক হাসাপাতালে ভর্তি রয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১১টায় উপজেলার পেয়ারাতলা গ্রামের নাছের আলীর স্ত্রী শিলা(২৫) তার বাবার বাড়ি ঝিনাইদহ জেলার রঘুনাথপুর বাবার বাড়ি আসে।মা ঢাকার একটি হাসপাতালে ভর্তি থাকায় বাবার ভাত রান্নার জন্য রান্না ঘর থেকে পাটকাটির আটি থেকে পাটকাটি নিতে গেলে সাপে কামড়ায়।সঙ্গে সঙ্গে তার স্বামী তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।সেখানে অ্যান্টিভেনম না থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। পরে দুপুর ২ টায় চিকিৎসারত অবস্থায় মারা যায়।অপরদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাঠের কাজ করার সময় সাপের কামড়ে জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রেজাউল ইসলামের ছেলে মারফত আলী (২৫)কে সাপে কামড়ালে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ চিকিৎসক তাকে
অ্যান্টিভেনম দেন এবং পর্যবেক্ষণে রাখেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, সাপের কামড়ে শিলা খাতুন নামের এক নারী চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। এবং সাপের কামড়ে মারফত আলী নামের এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি।