২১ নভেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে একই স্থানে এক মাসের ব্যবধানে আর এক ইউপি চেয়ারম্যানকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে।
শুক্রবার (২৮ জুন) রাত ৯ টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা মোঃ সোহরাব হোসেন মোটরসাইকেল যোগে বাজার হতে নিজ বাড়ি মনোহরপুর ফেরার পথে মনোহরপুর আলার মোড় এলাকায় পৌঁছালে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে চেয়ারম্যানের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দলীয় লোকজন হাসপাতালে এসে ভীর জমায়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান, হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে। উল্লেখ্য, গত ২৮ মে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে নিজ বাড়ি মনোহরপুর যাওয়ার পথে রাতে একই কায়দায় পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। তাকেও অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এক মাসের ব্যবধানে একই এলাকায় দুটি ইউনিয়ন চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।