২১ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি- দিনাজপুর বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুন) বিরামপুর উপজেলার কলেজ বাজার ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় দশ চাকার ট্রাক বোঝায় ট্রাকের পিষ্টে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে তবে পাথর বোঝায় ট্রাকটি বিরামপুর থানা পুলিশ জব্দ করেছেন। ফুলবাড়ি উপজেলার মহাদেবপুর গ্রামের শামিম সরকারের ছেলে তাহমিদ সরকার (৮)। আজ সকালে নানার বাড়ি কলেজ বাজার মাহলিপাড়া মৃত আফাজ উদ্দিনের
কবর দেখতে যায়। রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা স্বীকার হন শিশু তাহমিদ সরকার। বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার নিশ্চিত করে জানান,উক্ত ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।